ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ
ফার্নেস অয়েলে বিদ্যুৎ কেন্দ্র না চললে লোডশেডিং বাড়বে
২৪ জানুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম
![ফার্নেস অয়েলে বিদ্যুৎ কেন্দ্র না চললে লোডশেডিং বাড়বে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/24/20250124101541_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গ্রীষ্ম ও রমজানে ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎ কেন্দ্র চালানো না গেলে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে মনে করছে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)। এ সমস্যা সমাধানে দ্রুত বিদ্যুতের বকেয়া পরিশোধের দাবি সংস্থাটির নেতাদের, যাতে তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি আমদানি করা যায়।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন বিআইপিপিএ নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল বকেয়া ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ফার্নেস তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ১০ হাজার কোটি টাকা। টাকার অভাবে অনেকে জ্বালানি তেল আমদানি করে বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারছে না।
![ফার্নেস অয়েলে বিদ্যুৎ কেন্দ্র না চললে লোডশেডিং বাড়বে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)