ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৪ | ৯:৭ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীতে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
১৮ নভেম্বর, ২০২৪ | ৯:৭ পিএম
![ফেনীতে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/11/20241111145524_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ফেনীর পরশুরামে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িভর্তি পিকআপ জব্দ করেছে সেনাবাহিনী।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাতকুচিয়া থেকে এসব শাড়ি জব্দ করা হয়। এ সময় পিকআপচালক চান মিয়াকে (৪৫) আটক করা হয়। তার বাড়ি ফুলগাজী উপজেলার আমজাদহাটের দক্ষিণ ধর্মপুর গ্রামে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
ফুলগাজীর অস্থায়ী সেনা ক্যাম্পের পরশুরামের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনা সদস্যরা এসব শাড়ি জব্দ করেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, শাড়িসহ জব্দ পিকআপটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
![ফেনীতে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)