ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৫ | ৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে
২৮ জানুয়ারি, ২০২৫ | ৪:২৯ পিএম
![ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/28/20250128162518_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ওপেন মার্কেট সেলস (ওএমএস) মাধ্যমে ৬১ টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ০৩ ( তিন)মেট্রিক টন করে এবং ০৩ টি পার্বত্য জেলার ২৩ টি উপজেলায় ০১ ( এক) মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮ টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে বলে ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের জনগণের জন্য চালের সহজলভ্যতা নিশ্চিত করা হবে এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।
এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬ টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মে.টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মে.টন) করে চাল বিক্রয় করা হবে। জনপ্রতি ০৫( পাঁচ) কেজি চাল প্রতি কেজি ৩০ ( ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও কম আয়ের পরিবারের মধ্যে চাল সরবরাহ নিশ্চিত করতে এই বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করা হচ্ছে। এর মাধ্যমে সরকার গুদামজাত চাল কম দামে সরবরাহ করবে, যাতে উপকৃত হতে পারে নিন্ম আয়ের মানুষ।
এই কার্যক্রমের আওতায়, চালের দাম স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় বেশ কম রাখা হবে এবং সরকারের নির্ধারিত স্থানগুলোতে এক নির্দিষ্ট পরিমাণ চাল বিক্রি করা হবে। বিশেষ ওএমএস কর্মসূচি চালু হলে বাজারে চালের অভাব ও মূল্যবৃদ্ধি কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
![ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)