ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০৩:২৮ পিএম

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ; ৩০টি কারখানায় ছুটি ঘোষণা

১০ নভেম্বর, ২০২৪ | ১:৫৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ; ৩০টি কারখানায় ছুটি ঘোষণা

ছবি: সংগ্রহীত

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের অভিযোগ, বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানা হয়নি, তাই এবার বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না। পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শ্রমিকরা শনিবার সকাল ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসন ও মালিকপক্ষ একাধিকবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা এবার আর আশ্বাসে বিশ্বাস করছেন না।

 

 

তিনি বলেন, মালিকপক্ষকে একাধিকবার সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা বারবার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন। এই অবস্থায়, শ্রমিকদের অবস্থা বোঝাতে এসে আমরা কয়েকবার চেষ্টা করেছি তাদের আন্দোলন থেকে সরাতে, কিন্তু শ্রমিকরা নাছোড়বান্দা। তাদের বক্তব্য, বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।

 

 

পুলিশ সুপার আরও জানান, টিএনজেড গ্রুপের এক মালিক বর্তমানে দেশের বাইরে আছেন। যিনি দেশে আছেন, তিনি মন্ত্রণালয়ে বসে আছেন এবং সেখানে এক্সপোর্ট বিল্ড আপ ফান্ড থেকে ১১-১২ কোটি টাকার সহায়তা চাইছেন। এই সহায়তা পেলে তিনি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ; ৩০টি কারখানায় ছুটি ঘোষণা