ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৪ | ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ
বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে: শিল্প উপদেষ্টা
১৭ নভেম্বর, ২০২৪ | ১১:১৫ এএম
![বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে: শিল্প উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/17/20241117110121_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ট্যাস্কফোর্স গঠন করা হয়েছে, বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, ‘বন্ধ থাকা চিলিকলগুলো পুনরায় চালু করতে ট্যাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। কৃষকদের প্রণোদনাসহ এগুলো চালু করতে আগে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এখন আবারও ১০০ কোটি টাকা দেওয়া হবে।’
সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল জানিয়ে তিনি বলেন, ‘এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে চিনিকলের দখল হয়ে যাওয়া সব জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর চিনিকল যখন চালু হবে তখন পূর্ণাঙ্গ যন্ত্রপাতির সক্ষমতা নিয়েই চালু করা হবে।’
সেতাবগঞ্জ চিনিকলটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত। এর আগে ২০২০ সালে বন্ধ হয় চিনিকলটি। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি দেশের অন্যতম বৃহত্তম সেতাবগঞ্জ চিনিকল।
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
![বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে: শিল্প উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)