ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে যাচ্ছে বিকাশে
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ পিএম
![বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে যাচ্ছে বিকাশে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/07/20250207104518_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত জুলাই-আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ ৩৪ হাজার কৃষকের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা পৌঁছে যাচ্ছে কৃষকের পছন্দের বিকাশ অ্যাকাউন্টে। এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭ টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন কৃষকরা।
বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাত জেলার ৫৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই সরকারি প্রণোদনার অর্থ বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। প্রণোদনার অর্থ কৃষকরা তাদের পছন্দের এমএফএস অ্যাকাউন্টে গ্রহণের পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন।
গত বছরের আকস্মিক বন্যায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হন বহু কৃষক।বিকাশ বলছে, কৃষি মন্ত্রনালয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে এমএফএস-এর মাধ্যমে এক হাজার টাকা করে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়। ক্ষতি পুষিয়ে উঠতে এসব কৃষককে বীজ ও সার প্রদানের পাশাপাশি প্রণোদনার অর্থ উৎপাদনের ধারাবাহিকতায় সাহায্য করবে।
![বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে যাচ্ছে বিকাশে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)