ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ মার্চ, ২০২৫ | ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ
বসুন্ধরাকে ঋণ পুনঃতপশিল সুবিধা দিতে সম্মত গভর্নর
৮ মার্চ, ২০২৫ | ১০:৪৩ এএম

ছবি: সংগ্রহ
বেসরকারি খাতের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃতপশিলের সুবিধা দিতে সম্মত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে তিনি শর্ত দিয়েছেন, যথাযথ ডাউনপেমেন্ট প্রদানসহ সব নিয়ম মেনে ঋণ পুনঃতপশিল করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে দ্রুত আলোচনা করে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, ড. কবির আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক সূত্রে জানা গেছে, আহমেদ আকবর সোবহান বৈঠকে জানান, তার চার ছেলের ব্যবসা আলাদা এবং বসুন্ধরা গ্রুপকে পাঁচটি ইউনিটে ভাগ করা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে সেই অনুযায়ী ঋণ নেওয়া হয়েছে, ফলে তাদের কোনো ঋণ একক গ্রাহকের সীমা অতিক্রম করেনি। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আরজেএসসির ফর্ম-১২ অনুযায়ী সব প্রতিষ্ঠানে আহমেদ আকবর সোবহানের নাম চেয়ারম্যান হিসেবে থাকায় বসুন্ধরা গ্রুপকে আলাদা গ্রুপ হিসেবে বিবেচনা করা হবে না। তাই তাদের ঋণ নির্ধারিত সীমার মধ্যে আনতে হবে।
ঋণ পুনঃতপশিলের অনুরোধ জানানোর পর গভর্নর বলেন, নিয়ম মেনে ডাউনপেমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে। আহমেদ আকবর সোবহান ডাউনপেমেন্ট দিতে রাজি আছেন জানালে গভর্নর অনুমোদন দেন এবং ডেপুটি গভর্নরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি এবং জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে সরকার গঠিত যৌথ তদন্ত দল। ১৮ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ তাদের পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ছয়টি কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশ দেন। এছাড়া, দুবাইয়ের বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট জব্দের নির্দেশও দেওয়া হয়।
এর আগে গত অক্টোবরে বিএফআইইউ আহমেদ আকবর সোবহানসহ পরিবারের আটজনের ব্যাংক হিসাব ফ্রিজ করে। তবে বৈঠকে গভর্নর স্পষ্ট করেন, এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি।
