ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশকে কাছে চায় চীন
৭ জানুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
![বাংলাদেশকে কাছে চায় চীন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/07/20250107130621_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভূরাজনীতিতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে যুক্ত করার চেষ্টা করছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময়েই এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য ঢাকা আমন্ত্রণ পেয়েছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আগ্রহী না হলেও, আসন্ন সফরে বিষয়টি গুরুত্ব পেতে পারে।
চীন আন্তর্জাতিক অঙ্গনে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করছে, যার মধ্যে জিডিআই ও জিএসআই গুরুত্বপূর্ণ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ যুক্ত হয়েছিল। জিডিআইতে যোগ দিলে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে এই উদ্যোগে যুক্ত হওয়া নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। চীনবিরোধী শক্তিগুলোর প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বাংলাদেশ এখনো জিডিআই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। সাবেক হাসিনা সরকার বেইজিংকে জানিয়েছিল যে, ঢাকা এই উদ্যোগ সম্পর্কে আরও পর্যবেক্ষণ করতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারও স্পর্শকাতর ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক সরকারের মতামত চাইছে।
আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ৪ দিনের সফরে বেইজিং যাচ্ছেন। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের আলোচ্য বিষয় এখনও চূড়ান্ত না হলেও, গ্রিন এনার্জি ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে চীনের প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া চীনে বাংলাদেশি আমসহ অন্যান্য ফল রফতানির বিষয়টিও আলোচনায় আসতে পারে।
এদিকে, রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠানোই সমস্যার একমাত্র সমাধান। সামরিক সহযোগিতায় চীন বাংলাদেশের অন্যতম অংশীদার এবং সামরিক বাহিনীর আধুনিকায়নে তাদের সহযোগিতা অপরিহার্য।
সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবেশসহ বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে চীনের সহযোগিতা বাংলাদেশের স্বার্থে হলে সমঝোতা করা যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক নাজমুল ইসলাম বলেন, চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে। গত ৫ আগস্টের পর থেকে চীন বাংলাদেশের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা দুই দেশের জন্যই ইতিবাচকভাবে কাজে লাগানো উচিত।
![বাংলাদেশকে কাছে চায় চীন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)