ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে গবাদিপশু পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন
২৭ জানুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম

ছবি: সংগ্রহ
গবাদি পশুর পক্স ও পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি ও অন্যান্য পশু এবং পশুপণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সোমবার এক বিবৃতিতে জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে গবাদি পশু এবং পশুপাখির মধ্যে পক্স ও পা-মুখের রোগ ছড়িয়ে পড়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২১ জানুয়ারি চীনের কর্তৃপক্ষ এ বিষয়ে একাধিক বিবৃতি জারি করে।
চীনের নতুন এই নিষেধাজ্ঞা বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ হিসেবে চীনের বাজারে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের পশু ও পশুপণ্যের আমদানিতে ব্যাপক প্রভাব ফেলবে। বিশেষ করে ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, তানজানিয়া, মিসর, বুলগেরিয়া, পূর্ব তিমুর এবং ইরিত্রিয়া এই নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে।
চীনা কর্তৃপক্ষ আরও জানায়, ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকেও ভেড়া, ছাগল এবং অন্যান্য পশু ও পশুপণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে জার্মানি থেকেও শূকর ও শূকরের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট দেশের মাংস ও পশুপণ্য রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজতে বাধ্য হবে এবং চীনে রপ্তানির ক্ষেত্রে তাদের আর্থিক ক্ষতি হতে পারে।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশসহ
- গবাদিপশু
- পণ্য আমদানি
- নিষিদ্ধ
- চীন
