ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত
৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৯ এএম
![বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/09/20250209105108_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশসহ ১৪টি দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে।
১৪ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন ।
নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন, ব্যবসা এবং শ্রমিকদের পারিবার ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।
সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন দিয়েছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে।
![বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)