ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৫৮:৩৩ পিএম

বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড

৩১ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম

বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড

ছবি: সংগ্রহ

বাংলাদেশসহ তিন দেশে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার।

 

সুইস পার্লামেন্টের এ-সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করবে, তা তুলে ধরা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল বলছে, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচিগুলো ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইজারল্যান্ড উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি)। ‘মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তা, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) এবং এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর তুলনায় সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

গত ডিসেম্বরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের সিদ্ধান্ত নেয় সুইস পার্লামেন্ট। অবশ্য মানবিক সহায়তা, শান্তির প্রচার এবং ইউক্রেনকে এই পদক্ষেপকে বাইরে রাখার সিদ্ধান্ত হয়। ২০২৫ সাল থেকে বহুপক্ষীয় সহযোগিতার মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএনএইডস এবং ইউনেস্কোয় সহায়তা বন্ধ করার কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড