ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশীদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে
৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৯ এএম
![বাংলাদেশীদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105093818_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা দেওয়া কমিয়ে দেওয়ায় দেশটির হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিদেশি রোগীদের মধ্যে বাংলাদেশী রোগীর সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। এর ফলে, ভারতের চিকিৎসা খাতের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
ভারতের বাংলাদেশী দূতাবাসে সীমিত আকারে ভিসা কার্যক্রম চালানোর কারণে চিকিৎসার জন্য ভারত যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী রোগীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর কয়েক মাস ধরে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম স্থগিত রাখে এবং বর্তমানে প্রতিদিন ৭,০০০ অনলাইন ভিসার স্লটের জায়গায় মাত্র ৫০০ স্লট দেওয়া হচ্ছে।
এটি বিশেষ করে কলকাতার হাসপাতালগুলোর জন্য বড় ধরনের ক্ষতি সৃষ্টি করেছে। এসব হাসপাতাল, যেগুলো বাংলাদেশী রোগীদের উপর নির্ভরশীল ছিল, এখন তাদের রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে।
প্রতি বছর ভারতের চিকিৎসা খাত প্রায় ২০ লাখ বিদেশি রোগী গ্রহণ করে, যার মধ্যে ৬০ শতাংশই বাংলাদেশী। ২০২৩ সালে এই 'মেডিক্যাল ট্যুরিজম' খাত থেকে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার, বা প্রায় ৭৭,১৮৯ কোটি রুপি ভারতের অর্থনীতিতে যোগ হয়। তবে, এখন বাংলাদেশীদের ভিসা কমিয়ে দেওয়ার ফলে দেশটির অর্থনীতি ও স্বাস্থ্য সেবা খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে।
বিশেষ করে কলকাতার মাল্টি-স্পেশালিটি হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের ওপর নির্ভরশীল। ৫০০ শয্যাবিশিষ্ট পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগে দিনে ১৫০ জন বাংলাদেশী রোগী চিকিৎসা নিতেন। কিন্তু এখন এই সংখ্যা কমে ৩০-এর নিচে নেমে এসেছে, যা হাসপাতালটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি) সহ ভারতের অন্যান্য বড় হাসপাতালগুলোও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেছেন, এই সংকটের মোকাবিলা করতে হলে দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে হবে, এবং 'মেডিক্যাল ট্যুরিজম' খাতের জন্য নতুন পথ খোলা প্রয়োজন। একই সঙ্গে, বাংলাদেশী রোগীদের জন্য বিকল্প চিকিৎসা পরিষেবা ব্যবস্থা তৈরি করা হলে ভারতের চিকিৎসা খাতের সংকট কিছুটা কমতে পারে।
ভারতীয় হাসপাতালগুলোর জন্য বাংলাদেশী রোগী একটি গুরুত্বপূর্ণ বাজার। তবে, বর্তমানে ভিসা প্রতিবন্ধকতার কারণে এই খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে, যা ভারতীয় অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা সেক্টরেও প্রভাব ফেলছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি সমাধানের জন্য দুই দেশের সরকার কী পদক্ষেপ নেয়।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশীদের
- ভিসা
- ভারতে
- রোগী
- অর্ধেকে
![বাংলাদেশীদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)