ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৫:৩৬ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের

২০ নভেম্বর, ২০২৪ | ৪:৪৮ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের

ছবি: সংগ্রহীত

এস আলম গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক গভর্নরের অভিযোগকে ভিত্তিহীন ও হুমকিমূলক দাবি করে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান গভর্নর আহসান মনসুরকে এক চিঠির মাধ্যমে সতর্ক করেন।

 

এই চিঠি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস হাতে এসেছে। এতে বলা হয়, গভর্নর মনসুরের মন্তব্য এস আলম গ্রুপের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক এবং মানহানিকর। এস আলম পরিবারের দাবি, সিঙ্গাপুর নাগরিক হিসেবে তাদের আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা এবং চুক্তির অধিকার রয়েছে। প্রয়োজনে তারা আন্তর্জাতিক সালিশি আদালতে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

 

 

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গভর্নর আহসান মনসুর অভিযোগ করেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে এস আলম গ্রুপ ব্যাংক খাত থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার (১ লাখ ২০ হাজার কোটি টাকা) পাচার করেছে। এস আলম গ্রুপ এই অর্থ আত্মসাৎ করেছে আমদানি ভাউচারের অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং ব্যাংক শেয়ারহোল্ডারদের মাধ্যমে ঋণ প্রদানের মতো পদ্ধতি ব্যবহার করে। গভর্নরের মতে, এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক জালিয়াতির অন্যতম বড় ঘটনা।

 

 

এস আলম গ্রুপের আইনজীবীরা গভর্নরের মন্তব্যকে রাষ্ট্রীয় মন্তব্য হিসেবে চিহ্নিত করে বলেন, এতে প্রতিষ্ঠানটির সম্মান ক্ষুণ্ন হয়েছে। তারা আরও দাবি করেছেন, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তারা ১৯৮০ সালের বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সুরক্ষা পেতে পারেন।

 

 

সিঙ্গাপুর নাগরিকত্ব ও বিনিয়োগ:
সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরের আইনে ২৫ লাখ সিঙ্গাপুর ডলার বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব নেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের দাবি, সাইফুল আলম কোনো বৈধ অনুমোদন ছাড়াই দেশের বাইরে বিনিয়োগ করেছেন।

 

 

সরকারের প্রতিক্রিয়া:
বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশে বৈধ বিনিয়োগের তালিকায় সাইফুল আলমের নাম নেই। আইন মেনে বৈধ অনুমোদন ছাড়া বিদেশে অর্থ স্থানান্তরের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের