ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:১২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:১২ এএম
![বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125111216_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে চায়, যাতে সাধারণ মানুষের উপকার হয়। তিনি আরও বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশকে পাশে রাখতে চায়।
গতকাল ভারতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সীমান্ত অপরাধ বন্ধে কাঁটাতার নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মানব পাচার, গরু পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ বন্ধ করতে হবে এবং সীমান্তকে অপরাধমুক্ত করা উচিত।
তিনি আরও জানান, সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে ইতোমধ্যেই চুক্তি হয়েছে এবং ভারত বিশ্বাস করে যে বাংলাদেশ তা ইতিবাচকভাবে কার্যকর করবে। দুই দেশের মধ্যে এই চুক্তি কার্যকর করতে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করার গুরুত্বও তুলে ধরেন তিনি।
এদিকে, সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য ভারত নতুন ভাসমান চৌকি বসানোর কাজও শুরু করেছে, যা সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ভারত-বাংলাদেশ সীমান্তে চলমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ভারতীয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে, যাতে দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করা যায়।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশের
- বন্ধুত্বপূর্ণ
- সম্পর্ক
- চায়
- ভারত
![বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)