ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতো উন্নত হবে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:২১ পিএম

ছবি: সংগ্রহ
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা জানিয়েছেন, ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হয়ে উঠতে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এই প্রচেষ্টায় কিছুটা বিলম্ব হচ্ছে।
আজ শনিবার আগরতলার খেজুর বাগান এলাকার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যেকোনো সমস্যা সমাধান করা হবে এবং ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ত্রিপুরা এবং গোটা ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগের মতোই মজবুত থাকবে।
দেশ-বিদেশি পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরা সরকার পর্যটন খাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পর্যটকদের সুরক্ষায় "পর্যটক পুলিশ" চালুর পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরায় পর্যটকদের আনতে সব ধরনের সুবিধা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।
এই সভায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ট্যুর অপারেটর এবং সাংবাদিকরা অংশ নেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত বিভিন্ন রাজ্যের পর্যটন প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও জানান, পর্যটন শিল্পের প্রসারের মাধ্যমে ত্রিপুরার অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যের গুরুত্ব বাড়ানো হবে।
