ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৪ | ৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে এফডিআই আকর্ষণে হিটম্যাপ তৈরি করছে বিডা
১৮ নভেম্বর, ২০২৪ | ৪:৪১ পিএম
![বাংলাদেশে এফডিআই আকর্ষণে হিটম্যাপ তৈরি করছে বিডা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/18/20241118164117_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) হিটম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিডা এক বিজ্ঞপ্তিতে এই পরিকল্পনার কথা জানিয়েছে।
এই হিটম্যাপ তৈরির মূল লক্ষ্য হলো, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের মাধ্যমে সম্ভাবনাময় দেশ, প্রতিযোগিতামূলক খাত এবং কৌশলগত বিনিয়োগকারীদের চিহ্নিত করা। এর মাধ্যমে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার প্রচেষ্টা চালানো হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, "বিনিয়োগ প্রচারে এতদিন সক্রিয়তার অভাব ছিল। এখন তথ্যভিত্তিক কৌশলের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই।"
বিডার বিজনেস ডেভেলপমেন্ট টিমের নবনিযুক্ত প্রধান নাহিয়ান রহমান রোচির তত্ত্বাবধানে নভেম্বর মাসের শেষ নাগাদ কার্যকরী তথ্য সংগ্রহ শুরু হবে। বিডার এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান, যেমন- এফবিসিসিআই, ডিসিসিআই, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইএফসি, প্রাইস ওয়াটারহাউস কুপারস, বোস্টন কনসাল্টিং গ্রুপ, জেইটিআরও, জাইকা, এবং কেওটিআরএ।
এই উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও কৌশলগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।