ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৩:০৭:৫৩ পিএম

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

১২ মার্চ, ২০২৫ | ১২:১৪ পিএম

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

ছবি: সংগ্রহ

গ্যাস অনুসন্ধানের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের সহযোগিতার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহায়তা চেয়েছে রাশিয়া।

 

 

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় তিনি এ অনুরোধ জানান।

 

 

ভোলায় পাঁচটি কূপ খননের প্রস্তুতি নেওয়ায় গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং আরও সহযোগিতার জন্য উন্মুক্ত।’

 

 

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া। এছাড়া কৃষি ও জাহাজ নির্মাণ ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশিদের ভিসা প্রদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

 

 

রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জানান, ‘২০২৫ সালের জানুয়ারি-মার্চ মাসে ইস্যু করা ভিসার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেড়েছে।’ প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া