ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি
৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
![বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105145030_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদি আরব বাংলাদেশে একটি তেল রিফাইনারি কারখানা প্রতিষ্ঠা করতে চায়। এর মাধ্যমে পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির একটি হাব গড়ে তুলতে পারবে সৌদি আরব। আজ রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি সেমিনারে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানি-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, বরং বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় ও বহুমুখী হতে পারে।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা স্থাপন করে সৌদি আরব পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির জন্য একটি শক্তিশালী হাব গড়তে চায়। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্যিক খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।”
তিনি বলেন, সৌদি আরবের অর্থনৈতিক কৌশল হল শুধুমাত্র জনশক্তি রপ্তানি নয়, বরং বাংলাদেশে দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা। তিনি উল্লেখ করেন যে, উভয় দেশ একসাথে অর্থনৈতিক উন্নয়ন এর পথে আরো এগিয়ে যেতে পারে।
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান অতীতে সাবেক প্রধানমন্ত্রী'র অফিস থেকে বড় প্রকল্প আটকে যাওয়ার ব্যাপারে অভিযোগ করেন। তিনি বলেন, “অনেক বড় প্রকল্প সাবেক প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে থাকত। আমার ধারণা, এসব প্রকল্প ব্যক্তিস্বার্থে আটকে ফেলা হতো।”
তিনি আরো বলেন, “যখন একুয়াপাওয়ার বাংলাদেশে সাড়ে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল, তখন তাদেরকে সুযোগ দেওয়া হয়নি।”
এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “সৌদি কোম্পানি আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং-এর মতো প্রতিষ্ঠানগুলোকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের এই ভুল নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেমিনারে বক্তব্য দিয়ে বলেন, “এতদিন বিনিয়োগবান্ধব পরিবেশের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তেমন ছিল না। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।”
সৌদি আরবের তেল রিফাইনারি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ স্পষ্ট হয়েছে। এই উদ্যোগ দুটি দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
![বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)