ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা : পাকিস্তানের হাইকমিশনার
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩২ পিএম

ছবি: সংগ্রহ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং আগামী এক মাসের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, "বহু বছর পর রংপুরে আসতে পেরে আমি আনন্দিত। এই অঞ্চল ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা কাজ করছি।"
এ সময় তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা ব্যবস্থাকে সহজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ভ্রমণ ও ব্যবসার জন্য বাংলাদেশিদের ভিসা আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী এক মাসের মধ্যে এ কার্যক্রম আরও সহজ করা হবে।
সভা শেষে রংপুর চেম্বারের পক্ষ থেকে হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আকবর আলী। এতে চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশে
- পণ্য রফতানিতে
- শুল্কমুক্ত
- সুবিধা
- ঘোষণা
