ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫১:০১ এএম

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে শ্রীলঙ্কায় বিক্রির চেষ্টায় আদানি

২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৯ এএম

বাংলাদেশে  বিদ্যুৎ সরবরাহ কমিয়ে শ্রীলঙ্কায় বিক্রির চেষ্টায় আদানি

ছবি: সংগ্রহ

ভারতের আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডে অবস্থিত গড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ শ্রীলঙ্কায় বিক্রির পরিকল্পনা করছে। তবে এই উদ্যোগ সফল করতে হলে আদানিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

 


গড্ডা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে বাংলাদেশ এবং আদানি গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে এই কেন্দ্রের বিদ্যুৎ শুধু বাংলাদেশে সরবরাহের শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে।

 

 

ক্ষমতার পালাবদল ও নতুন সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আদানি, সামিট ও বেক্সিমকোসহ ১১টি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গড্ডা প্রকল্পও রয়েছে।

 


ভারত সরকারের অনুমোদন পেয়ে শ্রীলঙ্কার বাজারে বিদ্যুৎ বিক্রির প্রক্রিয়া শুরু করতে চায় আদানি। তবে এ ক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের অনুমোদন। বিজনেস লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং বিপিডিবির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করা সম্ভব নয়।

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "চুক্তি অনুযায়ী, গড্ডার প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ কেবল বাংলাদেশে সরবরাহের কথা। এখন যদি তারা শ্রীলঙ্কায় বিক্রি করতে চায়, তাহলে বিপিডিবির অনুমতি নেওয়া বাধ্যতামূলক।"

 


বাংলাদেশের কাছে আদানি গ্রুপের উল্লেখযোগ্য পরিমাণ পাওনা রয়েছে। প্রতিশ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

 


ভারত সরকার ইতোমধ্যে গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে স্থানীয় বাজারে বিদ্যুৎ বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এ জন্য নতুন সঞ্চালন লাইন নির্মাণের প্রয়োজন হবে, কারণ বিদ্যমান সঞ্চালন লাইন শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যই প্রস্তুত।

 


আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত আদানির সঙ্গে চুক্তি নিয়ে ছাত্র ও জনসাধারণের আন্দোলন বিশেষ আলোচনায় আসে। অন্তর্বর্তী সরকারের গৃহীত চুক্তি পুনর্বিবেচনা উদ্যোগ এই সমালোচনাকে নতুন মাত্রা দিয়েছে। শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানি আদানির জন্য নতুন সুযোগ সৃষ্টি করলেও, বাংলাদেশের অনুমোদন পাওয়া এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 


আদানি গ্রুপের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানির প্রচেষ্টা শুধু বাংলাদেশের অনুমতির ওপরই নির্ভরশীল নয়, এটি বিদ্যুৎ খাতের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের অংশ। সরকারের সিদ্ধান্ত এ ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখবে, তা ভবিষ্যতে স্পষ্ট হবে।

 

বাংলাদেশে  বিদ্যুৎ সরবরাহ কমিয়ে শ্রীলঙ্কায় বিক্রির চেষ্টায় আদানি