ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৪৯:৫০ পিএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

১৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৯ এএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

ছবি: সংগ্রহ

পাকিস্তান বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন, শিক্ষা, পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, যেখানে পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

 

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের জানান, পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ককে আরো টেকসই করতে চাইছে। তিনি উল্লেখ করেন, “দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ খুব কম, যদিও দুই দেশের জনসংখ্যার ভিত্তিতে যথেষ্ট সুযোগ রয়েছে। উভয় দেশের ব্যবসায়ীরা আরো একত্রে কাজ করলে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো সম্ভব।”

 

 

বৈঠকে, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এবং পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশেই ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, "পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায়, তবে ভিসা জটিলতা এবং সরাসরি ফ্লাইট না থাকায় ব্যবসা সম্প্রসারণে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি এই জটিলতা দূর করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।" এফবিসিসিআই’র আমন্ত্রণে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছেন।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান