ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৮:৪৬:১৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৫ এএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে: রাষ্ট্রদূত

১২ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৫ এএম

বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে: রাষ্ট্রদূত

ছবি: সংগ্রহ

বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছেন নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও নরওয়ের দীর্ঘদিনের সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্যকেন্দ্রিক অংশীদারিত্বে রূপ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।


বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নরওয়ের সমর্থনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনীতির প্রাণবন্ততা ও বিভিন্ন সম্ভাবনাময় খাতের কথা তুলে ধরেন।


পররাষ্ট্র উপদেষ্টা আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, এবং ইলেক্ট্রনিক্সসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে নরওয়ের বিনিয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, এ খাতগুলোতে বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।

 

বৈঠকে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ ও সুরক্ষা সনদে বাংলাদেশ সম্প্রতি অনুস্বাক্ষর করেছে। এছাড়া বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি মানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

 

বাংলাদেশ ও নরওয়ের এই অংশীদারিত্ব বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে আরও গভীর হবে বলে উভয় পক্ষই আশা প্রকাশ করেছে। বৈঠকে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

এই বৈঠক বাংলাদেশের সঙ্গে নরওয়ের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে: রাষ্ট্রদূত