ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি
১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:৩০ পিএম
![বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/17/20250117114948_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্র ও ভারত—দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারসেটি।
ভারতীয় এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এই রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে।
বৈশ্বিক অঙ্গণে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অতীতের কোনো বিষয় না, বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এরআগে কখনোই এমনটি ঘটেনি।’
এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।
ইরিক গারসেটি বলেন, আমরা দুই দেশই শান্তিপর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। আমরা এই নীতির ভাগিদার।
এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। এই রাষ্ট্রদূত বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই—বাংলাদেশ কিংবা যে কোনো দেশই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না। আমরা মনে করি, আমাদের একটি সুযোগ আছে।
![বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)