ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন উপদেষ্টা আহসান উল্লাহ
৮ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
![বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন উপদেষ্টা আহসান উল্লাহ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108124834_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ। বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে তিনি সহায়তা করবেন।
আরও পড়ুন
নিয়োগ পান আহসান উল্লাহ। মঙ্গলবার (৭ জানুয়ারি) যোগদান করেন তিনি।কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান গভর্নরের সঙ্গে এক সভা শেষে ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংক তিনটি টাস্কফোর্স গঠন করবে বলে জানানো হয়। এগুলোর মধ্যে ছিল ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে খেলাপি ঋণ (এনপিএল) ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড শক্তিশালী প্রকল্প এবং আইনি কাঠামো বিষয়।
এখন বাংলাদেশ ব্যাংক সংস্কার ও শক্তিশালী করতে গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হলো। নিয়মিত অবসরের পর তিনি উপদেষ্টা পদে কাজ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) শিক্ষকতার সঙ্গে যুক্ত হন আহসান উল্লাহ।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশ
- ব্যাংকের
- গভর্নরের
- নতুন উপদেষ্টা
![বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন উপদেষ্টা আহসান উল্লাহ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)