ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪৫ পিএম
![বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213154336_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়ে পড়েছে, যার ফলে আর্থিক খাতে ব্যাপক লুটপাট ঘটেছে বলে জানিয়েছে জাতীয় টাস্কফোর্স। এই অবস্থা থেকে উত্তরণের জন্য টাস্কফোর্স চার দফা সুপারিশ করেছে, যা সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি: ব্যাংক খাতের দুর্বলতা ও সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ নতুন ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স প্রদান বন্ধ করা এবং ব্যাংক খাতের নিয়ন্ত্রণ শক্তিশালী করা। দেউলিয়া আইন সংশোধন: দেউলিয়া আইন সংশোধন করা এবং অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। বিএফআইইউকে শক্তিশালী করা: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে আরও শক্তিশালী করা, যাতে আর্থিক খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়।
এছাড়া, স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নেও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। বিশেষত, স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালগুলোর সেবার মান জানার জন্য অনলাইনে মতামত গ্রহণের পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে।
টাস্কফোর্সের সুপারিশে দেশের বেকারত্বের হার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে শিক্ষার্থীদের বিদেশি ভাষা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনশক্তি রপ্তানি বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, কারিগরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের মাধ্যমে জনশক্তি রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তন আনার কথাও বলা হয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন কৌশল পুনর্নির্ধারণ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি এবং টেকসই, গতিশীল অর্থনীতির ভিত তৈরি করা- এ লক্ষ্য নিয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটি টাস্কফোর্স গঠন করেছিল।
টাস্কফোর্সের সদস্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই প্রতিবেদন তৈরি করেছেন।
এ সুপারিশগুলোর বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং সরকারি সেবা কার্যক্রমে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে, যা দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থে সহায়ক হবে।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশ
- ব্যাংকের
- দুর্বলতায়
- আর্থিক খাতে
- লুটপাট
![বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)