ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৯:২০ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ১০ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে

২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:১৮ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ১০ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ব্যাংক ১০ ফেব্রুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা করার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে, যেখানে মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

 


২০২৩ সালের আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করা ড. আহসান এইচ মনসুর এবারই প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন।

 

 


মুদ্রানীতি প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংক অভ্যন্তরীণ ও বাইরের অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। এই প্রক্রিয়ায় অর্থনীতিবিদদের পাশাপাশি প্রথমবারের মতো চট্টগ্রামের অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

 

 


কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট (বিআইডিএস), বাংলাদেশ নীতি গবেষণা ইনস্টিটিউট (পিআরআই), এবং দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে সম্ভাব্য নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

 

 


২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে এবং নীতি সুদের হার কয়েকবার বৃদ্ধি করে ১০ শতাংশে উন্নীত করেছে, তবুও মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

 


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ১১.৩৮ শতাংশ থেকে কিছুটা কমে ১০.৮৯ শতাংশে নেমেছে। তবে এই হার এখনও উচ্চমাত্রায় রয়েছে।

 

 


গত বছরের ১৮ জুলাই বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের জন্য সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করেছিল। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে নতুন মুদ্রানীতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ১০ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে