ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২৭ পিএম
![বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204143331_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংকে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহ করছে, লকাএসবরে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ-সম্পদ মজুদ রয়েছে।
আরও পড়ুন
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। তবে দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।
দুদক জানিয়েছে, তারা আপাতত নতুন লকার বরাদ্দ না দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে, তারা আবেদন জানিয়েছে যে, পূর্বের সব লকার আপাতত খোলা না হোক এবং কোনো সম্পদ বের করার অনুমতি না দেওয়া হোক।
সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন বিশেষভাবে সন্দেহ করছে যে, এসব লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ মজুদ থাকতে পারে। এজন্য, গত রবিবার (২ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে সব লকার ফ্রিজ করার অনুরোধ জানান।
এছাড়া, বর্তমানে বাংলাদেশ ব্যাংক কোনো নতুন লকার বরাদ্দ না দেয়ার পাশাপাশি পূর্বের লকারে রাখা কোনো সম্পদও বের করতে দিচ্ছে না।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশ
- ব্যাংকের
- সাবেক ও বর্তমান
- সব লকার
- ফ্রিজ
![বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)