ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:৫৪:৪৬ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজনা

১২ জানুয়ারি, ২০২৫ | ৯:২২ এএম

বাংলাদেশ-ভারত সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজনা

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে অবহিত না করে নোম্যানসল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে এ ঘটনা ঘটছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে পাটগ্রাম সীমান্তে দুই কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সিলেটের বিয়ানীবাজারে একটি পুরোনো মসজিদের পুনর্নির্মাণে বাধা দেওয়ার বিষয়গুলো উত্তেজনার প্রধান কারণ হয়ে উঠেছে।

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত শুক্রবার গভীর রাতে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হন। শহিদুল উপজেলার শিবগঞ্জের আজমতপুর সীমান্তের বাসিন্দা। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাতে আন্তর্জাতিক ১৮২ মেইন পিলারের কাছাকাছি বিএসএফ তিন রাউন্ড গুলি চালায়। তবে স্থানীয়রা জানিয়েছেন, গুলির সংখ্যা ৮ থেকে ৯ রাউন্ড হতে পারে। আহত শহিদুল ইসলাম চোরাকারবারি ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, যদিও স্থানীয় ওয়ার্ড সদস্য তা নিশ্চিত করতে পারেননি।

 

 

 

পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নে নোম্যানসল্যান্ডের কাছে বিএসএফ প্রায় দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই কাজ বন্ধ করার চেষ্টা করলেও পরে বিএসএফ অতিরিক্ত সৈন্য মোতায়েন করে কাজ চালিয়ে যায়। এর ফলে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা চলছে।

 

 

 

সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ২০০ বছরের পুরোনো একটি মসজিদের পুনর্নির্মাণেও বাধা দিচ্ছে বিএসএফ। মসজিদটি পুনর্নির্মাণের জন্য চার বছর ধরে কাজ বন্ধ রয়েছে। বিজিবি-বিএসএফের একাধিক বৈঠক হলেও সমাধান মেলেনি। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন, বিষয়টি কূটনৈতিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তিনি আরও জানান, এটি পুনর্নির্মাণ নয়, বর্ধিতকরণের কাজ যা রাষ্ট্রীয় অনুমোদনের ওপর নির্ভরশীল।

 

 

 

বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই টহল জোরদার করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত এলাকায় স্থাপনা নিয়ে বিরোধ মীমাংসার জন্য কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজনা