ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:১১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:১১ পিএম
![বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204130411_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাবান্ধা স্থলবন্দর এখন পাথরের পাশাপাশি চাল আমদানিতেও জনপ্রিয় হয়ে উঠেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে পাঁচটি ট্রাকের মাধ্যমে ১২ টন আতপ চাল বন্দরে এসে পৌঁছায়। পরদিন, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১২৫ টন আতপ চাল আমদানির তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি জানান, ভারত থেকে আমদানি করা ১২৫ টন চাল আল আমিন স্ট্যাবিলিসড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান নিয়ে এসেছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২৫ টন করে মোট পাঁচটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।
বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানির জন্য পরিচিত হলেও, বর্তমানে চালসহ বিভিন্ন পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, খইল, আদা, চিটাগুড় ইত্যাদি। গত কয়েক দিনে দুই দফায় প্রায় ২০০ টন চাল আমদানি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, নিয়মিতভাবে চালসহ অন্যান্য খাদ্যপণ্য আমদানির ফলে দেশে ভোগ্যপণ্যগুলোর দাম কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, “বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে চাল আমদানির পাশাপাশি আরও বিভিন্ন পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করছি।”
এখন পর্যন্ত গত ১ ফেব্রুয়ারি, ১২ জানুয়ারি, ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর পৃথকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আতপ চাল আমদানি করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- বাংলাবান্ধা
- দিয়ে
- ভারত থেকে
- এলো
- চাল
![বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)