ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ
বাজারে পেঁয়াজের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি
২৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৮ এএম
![বাজারে পেঁয়াজের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/26/20241226103712_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাজারে পেঁয়াজের দাম প্রতিদিনই কমছে। কয়েক সপ্তাহ আগেও উচ্চমূল্যে বিক্রি হওয়া পেঁয়াজ এখন সহজলভ্য হয়ে উঠছে। ফলে সাধারণ ক্রেতারা এখন প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ কিনতে পারছেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। মিশর ও তুরস্ক থেকে আসা পেঁয়াজের দাম ৩০ টাকা। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানিয়েছেন, সরবরাহ বৃদ্ধির কারণে পেঁয়াজের দাম কমছে। আশা করা হচ্ছে, ১০ দিনের মধ্যে নতুন দেশি পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ হবে।
চেরাগি মোড়ে রিকশাভ্যানে পেঁয়াজ কিনতে আসা গৃহিণী উম্মে হাবিবা জানান, উচ্চমূল্যের কারণে আগে পেঁয়াজ ব্যবহারে সতর্ক থাকতে হয়েছে। এখন ৬০ টাকায় ভালো মানের দুই কেজি পেঁয়াজ কিনতে পেরে তিনি খুশি।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, সরকারের উদ্যোগের কারণে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, সরবরাহ, উৎপাদন ও আমদানির সঠিক পরিসংখ্যান রাখা জরুরি।
তিনি আরও বলেন, চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উন্নত বীজ, ঋণ ও ভর্তুকি দেওয়া প্রয়োজন। চাষিরা আগাম দাদনের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলে তারা চাষে আগ্রহ হারাতে পারে।
পেঁয়াজের দাম কমার ফলে বাজারে স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাহিদা ও সরবরাহের সঠিক পরিকল্পনা এবং চাষিদের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
![বাজারে পেঁয়াজের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)