ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪৫:৩৯ এএম

বাজার থেকে সয়াবিন তেল ‘উধাও’

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৩ এএম

বাজার থেকে সয়াবিন তেল ‘উধাও’

ছবি: সংগ্রহ

রাজধানীর বিভিন্ন বাজার ও মুদি দোকানে সয়াবিন তেলের হঠাৎ সংকট দেখা দিয়েছে। একাধিক খুচরা বাজার ও মহল্লার দোকান ঘুরে দেখা গেছে, সয়াবিন তেল বা তো বিক্রি হচ্ছে না , বা দাম বেড়ে গিয়ে বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

 

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। কিছু দোকানে সয়াবিন তেল পাওয়া গেলেও দাম সাধারণত সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। ক্রেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং দোকানিরা অভিযোগ করছেন, ডিলার ও মালিকপদে কিছু অসাধু ব্যক্তির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

 

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মতে, দেশে সয়াবিন তেলের চাহিদা প্রায় ২২ লাখ মেট্রিক টন, যার বড় অংশ আমদানি করে পূর্ণ করা হয়। সম্প্রতি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে চট্টগ্রাম বন্দর থেকে ২ লাখ ৩২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি।

 

 

বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমছে। জানুয়ারিতে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল ১ হাজার ৬১ ডলার, যা নভেম্বরের তুলনায় ১০০ ডলার কম। তবে বাংলাদেশের বাজারে উল্টো পরিস্থিতি বিরাজ করছে। বোতলজাত তেলের সংকটের কারণে খোলা সয়াবিন তেলের দাম এক সপ্তাহের মধ্যে লিটারপ্রতি ৬-৭ টাকা বেড়ে গেছে।

 

 

এ বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০-১৮২ টাকা। তবে, সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা নিয়মিতভাবে বাজারে তেল সরবরাহ করছেন, কিন্তু সরবরাহ সংকটের কারণ জানাতে পারেননি।

 

 

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও, বাংলাদেশে কেন দাম বাড়ছে এবং এই সংকটের স্থায়ী সমাধান কবে হবে, তা নিয়ে বাজারে উদ্বেগ চলছে।

বাজার থেকে সয়াবিন তেল ‘উধাও’