ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ
বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমাল না ভারত
২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম
![বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমাল না ভারত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/02/20250202113003_original_webp.webp)
ছবি: সংগ্রহ
২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের মতোই। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে বাংলাদেশের জন্য এই অর্থ বরাদ্দ করে প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েছেন। গত বছরের মতো এবারও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা অনেকটাই বাংলাদেশ-ভারত সম্পর্কের অটুট অবস্থাকে নির্দেশ করে।
এদিকে, প্রতিবেশী দেশ ভুটানের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে ভারত, যা ২ হাজার ১৫০ কোটি রুপি। ভারতের বাজেটে ভুটানের জন্য বরাদ্দ এমন একটি পদক্ষেপ যা ভারতের বিশেষ সম্পর্কের প্রতীক। ভুটান, যেটি সবসময় ভারতের বিদেশি সাহায্যের তালিকায় শীর্ষে অবস্থান করে, এবারের বাজেটে ওই দেশটির জন্য সর্বোচ্চ সহায়তা পেয়েছে।
বাংলাদেশ ছাড়া ভারতের বাজেটে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্যও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নেপালের জন্য ৭০০ কোটি রুপি, মালদ্বীপের জন্য ৬০০ কোটি রুপি, মরিশাসের জন্য ৫০০ কোটি রুপি, মায়ানমারের জন্য ৩৫০ কোটি রুপি এবং শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় বাজেটের সর্বমোট বিদেশি সহায়তা খাতে বরাদ্দ করা হয়েছে ৬ হাজার ৭৫০ কোটি রুপি। এর মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর জন্য প্রায় পুরো অংশটি বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এই বাজেটে ২০ হাজার ৫১৬ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় কম হলেও এটি বিদেশি সম্পর্কের প্রসারের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- বাজেটে
- বাংলাদেশের
- বরাদ্দ
- কমাল
- না ভারত
![বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমাল না ভারত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)