ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৫৬:০৪ এএম

বাণিজ্য মেলায় ই-টিকেটিং সেবা : বাণিজ্য উপদেষ্টা

১ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৯ এএম

বাণিজ্য মেলায় ই-টিকেটিং সেবা : বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

আজ (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

 


এবারই প্রথমবারের মতো মেলায় ই-টিকেটিং সেবার ব্যবস্থা করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য প্রবেশ প্রক্রিয়া আরও সহজ করবে। ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সার্ভিসও যুক্ত করা হয়েছে।

 


প্রদর্শনী এলাকা মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। উপস্থাপিত পণ্য দেশীয় বস্ত্র, কসমেটিকস, ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, চামড়াজাত পণ্য, খেলনা, হোম ডেকরসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হবে।

 


আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।



জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। তরুণ উদ্যোক্তাদের জন্য ইয়ুথ প্যাভিলিয়ন। শিশুদের জন্য শিশু পার্ক।সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্ণার। প্রযুক্তিপ্রেমীদের জন্য টেকনোলজি কর্ণার।

 

মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা। ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা। পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট।


মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা রাত ১০টা পর্যন্ত চলবে।

 


এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাবনাময় সেক্টর ও পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের পাশাপাশি স্বতন্ত্র সোর্সিং কর্ণার এবং ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোনও সংযুক্ত করা হয়েছে।

 


বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

বাণিজ্য মেলায় ই-টিকেটিং সেবা : বাণিজ্য উপদেষ্টা