ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৬ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় আরও তিন প্রকল্প
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৬ এএম
![বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় আরও তিন প্রকল্প](https://i.vatbondhu.com/images/original/2024/12/18/20241218170139_original.gif)
ছবি: সংগ্রহ
অন্তর্বর্তী সরকার বিগত সরকারের সময় নেওয়া তিনটি অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৩,৪১৭ কোটি টাকা, যার পুরো অর্থই রাষ্ট্রীয় তহবিল থেকে নেওয়া হয়। বাতিলের মাধ্যমে সাশ্রয় হবে প্রায় ২,৭৪৪ কোটি টাকা।
২০১৮ সালের ১১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের জন্য ২,৬৩৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পরিচালিত হচ্ছে।
২০২২ সালের ১৯ এপ্রিল একনেক বৈঠকে ১৯৮ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পায়। এটি শেখ হাসিনার নানার নামে নামকরণ করা হয়েছিল। পরিকল্পনা কমিশনের মূল্যায়নে কার্যকারিতা কম হওয়ায় একাডেমি প্রকল্পটি বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।
২০২২ সালের ৬ অক্টোবর অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৫৪ কোটি টাকা। তবে প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়নি, যার ফলে এটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প অনুমোদন এবং তহবিল বরাদ্দের এই প্রবণতা জনগণের সম্পদের অপচয় ঘটিয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই এবং জনগণের প্রকৃত চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাস্তবায়ন সংস্থাগুলো অপ্রয়োজনীয় প্রকল্পগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প বাতিলের ফলে রাষ্ট্রীয় তহবিলের সাশ্রয় হবে এবং ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হবে।
এই পদক্ষেপের মাধ্যমে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনগণের সম্পদ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- অপ্রয়োজনীয়
- প্রকল্প
![বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় আরও তিন প্রকল্প](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)