ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
বায়িং হাউজের অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে কেন্দ্রীয় ব্যাংক
৩০ জানুয়ারি, ২০২৫ | ২:৫০ পিএম
![বায়িং হাউজের অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে কেন্দ্রীয় ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/30/20250130144919_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বায়িং হাউজগুলো আগে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতো, কিন্তু বর্তমানে তারা বস্ত্র দপ্তর থেকে অনুমোদন নেয়ার কারণে বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই পরিস্থিতিতে, বায়িং হাউজগুলোর অনিয়ম ঠেকাতে বস্ত্র দপ্তরকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
হাতেম বলেন, "বায়িং হাউজগুলো যদি কোনো অনিয়ম করে, তাহলে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিতে পারে না। তাই তাদের কার্যক্রমে নজরদারি বাড়াতে বস্ত্র দপ্তরকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এছাড়া, শিপিং প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ও বিকেএমইএ যৌথভাবে আলোচনা করে শিপিং প্রতিষ্ঠানগুলোকে কোনো পণ্য পরিবহন করতে না দেয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
এলসি খোলা নিয়ে হাতেম বলেন, "এলসি খোলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে অনেক ক্ষেত্রে রেগুলার এলসির মাধ্যমে বায়াররা পেমেন্ট দিতে চায় না। রপ্তানিকারকরা নিয়ম মেনে এলসি খুললেও এর কার্যক্রম পরিচালনার দায়িত্ব ব্যাংকগুলোর, কিন্তু অনেক সময় ব্যাংকগুলো এই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এর ফলে রপ্তানিকারকদের শিপমেন্ট শিডিউল মিস করতে হয়, যা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর।"
তিনি আরও জানান, কখনও কখনও রপ্তানি আয়ের আসতে দেরি হলেও ব্যাংকগুলো রপ্তানিকারকদের ওপর চাপ সৃষ্টি করে, অথচ নিজেরাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে না।
এ পরিস্থিতিতে, ব্যাংকগুলো ও শিপিং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রপ্তানিকারকদের সঠিক সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক এবং বস্ত্র দপ্তর একযোগে কাজ করবে।
- ট্যাগ সমূহঃ
- বায়িং হাউজের
- অনিয়ম
- বস্ত্র
- দপ্তরকে
- কেন্দ্রীয় ব্যাংক
![বায়িং হাউজের অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে কেন্দ্রীয় ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)