ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০১:২২ পিএম

বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সড়ক উপদেষ্টা

১২ জানুয়ারি, ২০২৫ | ১২:৫৯ পিএম

বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সড়ক উপদেষ্টা

ছবি: সংগ্রহ

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিআরটিএর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, "বিআরটিএর কর্মকর্তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তারা যে আচরণ করছে, সেটা গ্রহণযোগ্য নয়। কাজের যদি উন্নতি না হয়, তাহলে আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব।"

 

 

গতকাল শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

 

 

গত ১৯ ডিসেম্বর বিআরটিএকে নিজেদের কার্যক্রমে উন্নতি আনার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছিলেন ফাওজুল কবির খান। তবে তিনি মনে করেন, এ সময়ের মধ্যে বিআরটিএ কিছুটা উন্নতি করতে পারলেও তা এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারেনি।

 

 

তিনি বলেন, "আমরা বিআরটিএকে প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে রাখব। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এটাকে আরও বাড়ানো হবে।"

 

 

এছাড়া, সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, গত বছর সারা দেশে ৭ হাজার ২৯৪ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। তিনি এই পরিসংখ্যানের জন্য দায় স্বীকার করেন এবং দুর্ঘটনা কমাতে বিআরটিএ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

 

ফাওজুল কবির খান আরও বলেন, "ফিটনেস এবং লাইসেন্সের সমস্যা কারণে দুর্ঘটনা ঘটলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ফিটনেস ইস্যু করার প্রক্রিয়া সহজ করা হবে এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সড়ক উপদেষ্টা