ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৪ | ২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিকেল থেকে মেট্রোর ‘সপ্তাহে ৭ দিন’ যাত্রা শুরু
২০ সেপ্টেম্বর, ২০২৪ | ২:১৪ পিএম
![বিকেল থেকে মেট্রোর ‘সপ্তাহে ৭ দিন’ যাত্রা শুরু](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/20/20240920141427_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে। তাতে মেট্রোর ‘সপ্তাহে ৭ দিন’ যাত্রা শুরু আজ থেকে শুরু হতে যাচ্ছে। তবে শুক্রবার যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।
যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রোরেল।
আব্দুর রউফ বলেন, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।
চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
![বিকেল থেকে মেট্রোর ‘সপ্তাহে ৭ দিন’ যাত্রা শুরু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)