ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২১ পিএম
অনলাইন সংস্করণ
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২১ পিএম
![বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/05/20250205141328_original_webp.webp)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদনগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরি ।
এ প্রতিবেদনগুলোর বিস্তারিত বিষয়বস্তু এখন পর্যন্ত জানা যায়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকার কথা আগে জানা গিয়েছিল। কমিশনটি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে জনগণের মতামত সংগ্রহ করেছে এবং অনলাইনে মতামত নেওয়ার মাধ্যমে এই সুপারিশগুলো প্রস্তুত করেছে।
প্রতিবেদন জমা দেওয়ার আগে, গত ৮ আগস্ট সরকার গঠন হওয়ার পর রাষ্ট্রীয় খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে ১৫ জানুয়ারির মধ্যে জমা দেয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী গতকাল (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু কাজের চাপে আমরা সময়মতো জমা দিতে পারিনি। তবে আমাদের প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে এবং এতে ১০০টির বেশি সুপারিশ রয়েছে।”
বিচারবিভাগ সংস্কার কমিশন ৩ অক্টোবর গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি।
- ট্যাগ সমূহঃ
- বিচারবিভাগ
- জনপ্রশাসন
- সংস্কার
- কমিশনের
![বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)