ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:১৫:০৯ পিএম

বিদেশি বিনিয়োগ আকর্ষণে কেন্দ্রীয় বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করবে বিডা

১৬ জানুয়ারি, ২০২৫ | ১২:৩০ পিএম

বিদেশি বিনিয়োগ আকর্ষণে কেন্দ্রীয় বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করবে বিডা

ছবি: সংগ্রহ

বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। নতুন উদ্যোগে বর্তমানে বিদ্যমান সব আইপিএ-কে একীভূত করে একটি মাস্টার আইপিএ প্রতিষ্ঠিত হবে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একক সমাধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

 

 

ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, "বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি যে, এতগুলো আইপিএ থাকার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হলো সবগুলো আইপিএ-কে একত্রিত করে একটি কেন্দ্রীয় আইপিএ গঠন করা, যাতে বিনিয়োগকারীরা এক জায়গায় যাবেন এবং একটি মাত্র সংস্থার মাধ্যমে তাদের সব সমস্যা সমাধান হবে।"

 

 

এছাড়া, আগামী ৭-১০ এপ্রিল বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন ইকোনমিক জোন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

 

 

এফডিআই উন্নয়নে বিডা চেয়ারম্যান আরও বলেন, "বর্তমানে বাংলাদেশে কয়েকটি সংস্থা বিনিয়োগ প্রমোশন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্ক অথোরিটি এবং বিসিক অন্যতম।" তিনি উল্লেখ করেন যে, বিনিয়োগকারীদের সঠিক আইপিএ নির্বাচন করতে প্রচুর সময় ব্যয় হয়, যা নতুন কেন্দ্রীকৃত ব্যবস্থায় সহজতর হবে।

 

 

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের উচিত বিভিন্ন খাতে সরাসরি বিনিয়োগ থেকে সরে আসা এবং বেসরকারি খাতের কাছে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেওয়া। বিডা চেয়ারম্যানও একমত পোষণ করেন, "সরকার ধীরে ধীরে বিভিন্ন খাত থেকে সরে আসবে এবং বেসরকারি খাতকে এগিয়ে আসতে দেবে, যেখানে সরকার শুধু অবকাঠামো তৈরি করবে।"

 

 

সেমিনারে বিভিন্ন ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ গ্যাস সরবরাহের সিস্টেম লসে সবার নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "এই সিস্টেম লস বন্ধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না।" ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান নীতির ধারাবাহিকতার অভাব এবং দুর্নীতির কারণে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন।

 

 

এফডিআই প্রমোশনের জন্য বিডার পরিকল্পনার অংশ হিসেবে প্রাইভেট সেক্টর অ্যাডভাইসরি বোর্ড গঠনও করা হবে, যাতে বেসরকারি খাতের পরামর্শ নেয়া হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

 

 

এদিকে, বিডার হেড অব বিজিনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি ‘এফডিআই হিটম্যাপ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে ১৯টি অগ্রাধিকার খাতের ওপর ভিত্তি করে বিনিয়োগ বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে কেন্দ্রীয় বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করবে বিডা