ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪২:২০ এএম

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা

৬ জানুয়ারি, ২০২৫ | ৫:৮ পিএম

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহ


প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নির্দেশনায় বেপজার কার্যক্রমে নতুন দিশা: বিদেশে বাংলাদেশের প্রচার ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৬ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

 

 

বেপজার বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন, "বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি দল তৈরি করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "বিনিয়োগকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা নেওয়া যেতে পারে, বিশেষ করে চীন ও জাপানে পড়াশোনা করা শিক্ষার্থীদের।"

 

 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বাংলাদেশে চলমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, "গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি এবং আরও বিনিয়োগের আলোচনা চলছে।"

 

 

 

বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সক্রিয় রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে এবং ১৩৬টি কারখানা নির্মাণাধীন। এসব কারখানার মধ্যে ৫২% তৈরি পোশাক, টেক্সটাইল ও গার্মেন্টস আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন করে। বাকি কারখানাগুলো বিভিন্ন পণ্য উৎপাদন করছে, যেমন কফিন ও খেলনা।

 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, "এছাড়া গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে কাজ করতে হবে এবং প্রতিবেশী দেশগুলো থেকে শক্তি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে কি না, তা পরীক্ষাও প্রয়োজন।"

 

 

বিশেষ দূত লুতফে সিদ্দিকী লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, "বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে শিল্পগুলোকে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়োজন।"

 

 

এছাড়া, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, "রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের উৎসাহিত করা উচিত। বেপজা এবং বেজাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে এবং সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো বিশ্বজুড়ে প্রচার করতে হবে, যাতে আরও বিনিয়োগ আসে।"

 

 

এই পদক্ষেপগুলো কার্যকর হলে বাংলাদেশের শিল্পখাতে নতুন দিগন্ত উন্মোচন হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে দেশের পণ্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা