ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫০:২৫ এএম

বিদেশ গমনেচ্ছুদের প্রতি মন্ত্রণালয়ের সতর্কবার্তা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম

বিদেশ গমনেচ্ছুদের প্রতি মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ছবি: সংগ্রহ

সম্প্রতি রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি ও যুদ্ধদাস হিসেবে যাওয়ার বিষয়ে কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে দালালদের প্রলোভনে পড়ে রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু সংবাদও এসেছে। এই পরিস্থিতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

 

এ ঘটনায় মন্ত্রণালয় গত রবিবার এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে এক শ্রেণির প্রতারক, দালাল ও এজেন্সি বিদেশ গমনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিদেশে পাঠাচ্ছে। তারা বিশেষত ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে কর্মীদের লিবিয়া, রাশিয়া, লেবানন, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে পাঠাচ্ছে, যেখানে কাজের কোনো আইনগত সুযোগ নেই। এর ফলে কর্মীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন, এমনকি অনেক ক্ষেত্রে প্রাণও হারাচ্ছেন।

 

 

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে কাজের জন্য বৈধ পন্থায় যাওয়ার গুরুত্ব তুলে ধরতে এবং দালালচক্রের দ্বারা প্রতারিত হওয়া থেকে রক্ষা পেতে ১০টি নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:

 

কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বিদেশ গমন না করা। ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা। বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ, বেতন, কর্মের মেয়াদ, থাকা-খাওয়া, ইকামা বা ওয়ার্ক পারমিটসহ অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া। ভিসা, কর্ম চুক্তিপত্র, নিয়োগকর্তা ও রিক্রুটিং এজেন্সির ঠিকানা সংরক্ষণ করা।

 


বিদেশ গমনের আগে গন্তব্য দেশের বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং যোগাযোগ নম্বর সংরক্ষণ করা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা বিএমইটি ওয়েবসাইট থেকে যাচাই করা।

 

 


মন্ত্রণালয় বিদেশ গমনেচ্ছুদের এই নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে, যাতে তারা দালালদের প্রলোভনে পড়ে বিপদে না পড়েন এবং বৈধভাবে বিদেশে গমন করতে পারেন।

 

বিদেশ গমনেচ্ছুদের প্রতি মন্ত্রণালয়ের সতর্কবার্তা