ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৫ | ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যুৎ কেন্দ্রের ১১% শেয়ার কিনবে
২৪ জানুয়ারি, ২০২৫ | ১২:৩০ পিএম

ছবি: সংগ্রহ
সহযোগী কোম্পানি ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের (ডিএসইপিএল) ১১ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এ লক্ষ্যে শিগগিরই চুক্তি সম্পাদন করবে তারা। চুক্তি সম্পাদন হলে কোম্পানিটির মালিকানা দাঁড়াবে ৬০ শতাংশ।
তথ্যানুসারে, পাবনায় ডায়নামিক সানের ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা ৭০ পয়সা, যার মোট মূল্য দাঁড়াবে ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা। বর্তমান সোলার পাওয়ারটির ৪৯ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর ১১ শতাংশ কেনার পর হবে ৬০ শতাংশ।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৭ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৭২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সায়।
পিটিএলের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৬ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪৬ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৮৫। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১০ দশমিক ৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ৩০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৩ দশমিক ৯৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
