ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ
বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয় : উপদেষ্টা রিজওয়ানা
১২ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৪ এএম
![বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয় : উপদেষ্টা রিজওয়ানা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/12/20241212104736_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আওয়ামী লীগ সরকারের সময় করা বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলো বাতিল করা সহজ কাজ হবে না এবং এতে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি-২০৫০ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
রিজওয়ানা হাসান বলেন, “এ ধরনের চুক্তি বাতিল করাটা খুবই ব্যয়বহুল হতে পারে। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। বিদ্যমান চুক্তিগুলোও পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু এগুলো বাতিল করা সহজ কাজ নয়।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ে করা বিতর্কিত চুক্তির কারণে প্রকল্পের ঋণের বোঝা এখনও বহন করতে হচ্ছে। অনেক প্রকল্পে অস্বাভাবিক খরচ হয়েছে এবং বাস্তবায়নের পরও বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এতে সরকারের ড্যামেজ কন্ট্রোল করতেই অনেক সময় ব্যয় হচ্ছে।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ১০টি কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। ধাপে ধাপে বাকিগুলো বাস্তবায়ন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সৌর বিদ্যুৎ কারখানা নির্মাণ উদ্যোগ: দেশে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি তৈরির কারখানা নির্মাণ করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি নতুন সমন্বিত মহাপরিকল্পনা তৈরি হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “সম্মেলনে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি তেমনভাবে আলোচনা হয়নি। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি অধিগ্রহণ করা জমি নিয়ে বলেন, “অব্যবহৃত জমি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে বা বনায়নে কাজে লাগানো যেতে পারে। তবে মূল মালিকদের জমি ফেরত দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।”
সম্মেলনে বক্তারা জ্বালানি খাতের দুর্নীতি, অসম চুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিদ্যমান সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
জ্বালানি চুক্তি বাতিলের চ্যালেঞ্জ সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের উদ্যোগ ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছে। সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।
![বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয় : উপদেষ্টা রিজওয়ানা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)