ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৮:০৪ এএম

বিনা অনুমতিতে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন ভারতীয় ডাক্তার

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৮ এএম

বিনা অনুমতিতে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন ভারতীয় ডাক্তার

ছবি: সংগ্রহ

বাংলাদেশে বছরের পর বছর ধরে ভারতীয় চিকিৎসকরা বিনা অনুমতিতে রোগী দেখছেন এবং অস্ত্রোপচার করছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে তারা কেবল দেশের অর্থ নিয়ে যাচ্ছেন না, বরং দেশের চিকিৎসকদের প্রশিক্ষিত না করেই টেকনোলজি হস্তান্তরের নামে সুবিধা নিচ্ছেন।


জানা গেছে, অনেক ভারতীয় চিকিৎসক ভিজিট ভিসায় এসে বিভিন্ন হাসপাতালে এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। কেউ কেউ টেকনোলজি ট্রান্সফারের অনুমতি নিয়ে বছরের পর বছর বাংলাদেশে অবস্থান করেছেন। উদাহরণ হিসেবে নন্দ কুমার নামের এক ভারতীয় চিকিৎসক টানা ১২ বছর বাংলাদেশে থেকে বিপুল অর্থ আয় করেছেন। অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনার শাসনামলে প্রভাব খাটিয়ে এ সুবিধা নিয়েছেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা খাতে প্রযুক্তি হস্তান্তর করতে সাধারণত এক সপ্তাহের প্রশিক্ষণই যথেষ্ট। অথচ বছরের পর বছর ধরে এ দেশে অবস্থান করে তারা ডলার নিয়ে যাচ্ছেন।


বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) জানিয়েছে, বর্তমানে বৈধভাবে ১৫ জন ভারতীয় চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কাজ করছেন। তবে এর বাইরে শতাধিক চিকিৎসক ভিজিট ভিসা বা অন্য উপায়ে বাংলাদেশে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বৈধ চিকিৎসকরা টেকনোলজি ট্রান্সফারের উদ্দেশ্যে অনুমতি পেয়েছেন। তবে তাদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জমা দিতে হয়।”


বাংলাদেশি চিকিৎসকদের মতে, দেশের মধ্যেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। চিকিৎসা খাতে দেশ থেকে বছরে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে, যার সিংহভাগই ভারত পাচার হচ্ছে।


বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, “ভারতীয় চিকিৎসকরা কোনো অনুমতি ছাড়াই বাংলাদেশের অর্থ লুটপাট করছেন, অথচ জনগণের সরকার বিষয়টি নজরদারি করছে না। আমরা আন্দোলনের মাধ্যমে এ ধরনের অব্যবস্থার প্রতিকার করব।”


বাংলাদেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহীনুল ইসলাম বলেছেন, “দেশেই সব ধরনের উন্নত চিকিৎসা হচ্ছে। রোগীদের যেন বিদেশে যেতে না হয়, সে জন্য আমরা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির কাজ করছি।”


বিদেশি চিকিৎসকদের নিয়ন্ত্রণ এবং দেশের চিকিৎসা খাতের উন্নয়নে নজরদারি জরুরি হয়ে উঠেছে। টেকনোলজি হস্তান্তর প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দেশের চিকিৎসা ব্যবস্থায় স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিনা অনুমতিতে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন ভারতীয় ডাক্তার