ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৪ | ৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম
৩১ অক্টোবর, ২০২৪ | ৩:৩৭ পিএম
![বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/31/20241031153707_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে নিরাপদ বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণের চাহিদা আরো বেড়েছে। এ কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড দামে স্বর্ণ বেচাকেনা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য সুদহার কমানোর বিষয়ে ইঙ্গিত পেতে মার্কিন অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৮৩ ডলার ৩৮ সেন্টে। এদিন শুরুতে মূল্যবান ধাতুটি রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলার ৭৩ সেন্টে বেচাকেনা হয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৯৫ ডলার ৯০ সেন্টে।
আন্তর্জাতিক ব্রোকারেজ কোম্পানি ওএএনডিএর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, ‘স্বর্ণের দাম বর্তমানে সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে। সামনের দিনগুলোয় মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারে বেচাকেনা হতে পারে। পরবর্তী সময়ে এর মূল্য পৌঁছতে পারে আউন্সপ্রতি ২ হাজার ৮২৬ ডলারে।’
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে কর্মসংস্থানের সুযোগ ২০২১ সালের জানুয়ারির পর থেকে সর্বনিম্নে নেমে গেছে। এ কারণে আগামী সপ্তাহে ফেড ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার কমাতে পারে, এমন সম্ভাবনা আরো বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানায়, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার হতে পারে। আগের পূর্বাভাসে যা ছিল আইন্সপ্রতি ৩ হাজার ৮০ ডলার।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণ ছাড়া বাড়লেও অন্যান্য ধাতুর দাম কমেছে। এদিন রুপার দাম আগের দিনের তুলনায় কমেছে দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৩৪ ডলার ২৪ সেন্টে। গতকাল প্যালাডিয়ামের দাম আগের দিনের তুলনায় প্রায় ৪ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য ১ হাজার ১৭৫ ডলার ৫৯ সেন্টে নেমেছে। এছাড়া এদিন প্লাটিনামের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ১ হাজার ৪২ ডলার ৪০ সেন্টে।
শক্তিশালী চাহিদা ও সরবরাহের বিঘ্নের ঝুঁকিতে আগামী প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে। উচ্চ মূল্যের কারণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে স্বর্ণের ব্যবহার কমেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের সম্প্রতি প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে।
গোল্ড অ্যাসোসিয়েশন জানায়, চীনে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে স্বর্ণের ব্যবহার কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১৮ শতাংশ। এ সময় দেশটিতে এ ধাতুর ব্যবহার নেমেছে ৭৪১ দশমিক ৭৩২ টনে।
চীনের মোট স্বর্ণ ব্যবহারের ৫৩ দশমিক ৯ শতাংশই ব্যবহার করা হয় গহনা খাতে। গোল্ড অ্যাসোসিয়েশন জানায়, জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গহনা খাতে স্বর্ণের ব্যবহার ৪০০ দশমিক শূন্য ৩৮ টনে নেমেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৫৩ শতাংশ কম।
![বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)