ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিন বেড়েছে
১৩ জানুয়ারি, ২০২৫ | ১২:২১ পিএম
![বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিন বেড়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113122025_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তিন দিন বাড়ছে। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার অতিক্রম করেছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। ২৭ আগস্টের পর এই প্রথমবার তেলের দাম এই সীমা ছাড়িয়েছে।
আরও পড়ুন
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার কারণে বাজারে তেলের দাম বাড়ছে। এই নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতে রাশিয়ার তেল বিক্রিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট এবং তেল পরিবহনকারী ১৮৩টি জাহাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাশিয়ার তেল রপ্তানিতে বড় ধরনের বাধা তৈরি হতে পারে।
আজ ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৪৮ ডলার বেড়ে ৮১.২৪ ডলারে পৌঁছেছে। ডব্লিউটিআই ক্রুড তেলের দামও ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮.১০ ডলারে উঠেছে। চলতি জানুয়ারির ৮ তারিখের পর উভয় তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে শীতকালে অপরিশোধিত তেলের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়, যার প্রভাব পড়ে দামে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে উঠেছিল। তবে এরপর দাম ধীরে ধীরে কমতে থাকে। ২০২৩ সালে তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি ৮৩ ডলার।
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক তেলের দাম বাড়ানোর বিভিন্ন সিদ্ধান্ত নিলেও তাতে তেমন প্রভাব পড়েনি। এমনকি হামাস-ইসরায়েল যুদ্ধের সময়ও তেলের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
![বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিন বেড়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)