ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৫৭:৩৯ পিএম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১৩ জানুয়ারি, ২০২৫ | ৩:২১ পিএম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগ্রহ

বিশ্ববাজারে তেলের দাম আজও বৃদ্ধি পেয়েছে, এবং এটি টানা তৃতীয় দিন। আজ  সোমবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে এই দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, রাশিয়ার তেল চীন ও ভারতে বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে।

 

 

আজ ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে উঠেছে, যা গত ২৭ আগস্টের পর তেলের সর্বোচ্চ দাম। একইভাবে, ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ১০ ডলারে উঠেছে।

 

 

এই দাম বৃদ্ধি চলতি জানুয়ারি মাসের ৮ তারিখের পর ৬ শতাংশের বেশি হয়েছে, যা রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবকে তুলে ধরে। নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট এবং সারগাটনেফত গ্যাসসহ ১৮৩টি তেলবাহী ট্যাংকারও অন্তর্ভুক্ত হয়েছে। মার্কিন প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার যুদ্ধক্ষমতা হ্রাস করতে এবং এটি বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের তেল কেনা ব্যাহত হবে, এবং তারা হয়তো আবারও মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হবে, যার ফলে তেলের দাম আরও বাড়বে। বিশেষত, নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল পরিবহনকারী ট্যাংকারের সংখ্যা দ্বিগুণ হওয়ার পর রাশিয়ার তেল-বাণিজ্যে এর প্রভাব পড়বে, কারণ এসব ট্যাংকারে ভারত ও চীনকে তেল সরবরাহ করা হতো।

 

 

এছাড়া, শীতকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বাড়তে থাকে। ২০২১ সাল থেকে তেলের দাম বাড়তে শুরু করে, এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ ১৩৯ ডলারে পৌঁছায়। এরপর থেকে দাম কিছুটা কমলেও, বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার পর পরিস্থিতি পরিবর্তিত হয়ে তেলের দাম আবারও বাড়ছে।

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম