ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৪ | ৯:২৫ এএম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে কমবে কি
৪ অক্টোবর, ২০২৪ | ৯:২৫ এএম
![বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে কমবে কি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/04/20241004092548_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বেশ কিছুদিন ধরে স্বর্ণের বাজার একেবারে টালমাটাল। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। দেশের বাজারেও স্বর্ণের দাম স্থিতিশীল নয়। কয়েক দিনের ব্যবধানে ওঠানামা করেছে।
এদিকে গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা হলেও কমেছে। এর অন্যতম কারণ, ডলারের বিনিময় হার বৃদ্ধি।
স্বর্ণের দাম এখন আগের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। আউন্সপ্রতি দাম ২ হাজার ৬৪৯ ডলার ১৭ সেন্ট। আবার যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আরও কমেছে। অর্থাৎ দাম কমেছে আগের তুলনায় ৭ শতাংশ। প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৬৭০ ডলার ৩০ সেন্ট। তবে সম্প্রতি ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা। যে কারণে ডলারের বিনিময় হার বেড়েছে। প্রচলিত নিয়মে ডলারের বিনিময় হার বৃদ্ধি পেলে অন্যান্য দেশের মুদ্রাধারকদের স্বর্ণ কিনতে বেশি মূল্য পরিশোধ করতে হয়। এতে চাহিদার দিক থেকে বেশ প্রভাব পড়ে। আবার চাহিদা কমে গেলে পণ্যের দাম কমে যায়।
এদিকে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি উত্তেজনা কিছুটা প্রশমিত হয় তাহলে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা ছুঁতে পারবে না। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাকে একভরি স্বর্ণ কিনতে এরচেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের ভিত্তি তেমন জোরালো নয়। কারণ স্বর্ণের দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। একই সঙ্গে কমপক্ষে ৬ শতাংশ মজুরি যোগ করতে হয়। সে হিসাবে বর্তমান দামের ওপর প্রতি ভরিতে ভ্যাট ৬ হাজার ৮৭২ টাকা গুনতে হয়। এর সঙ্গে রয়েছে মজুরি ৮ হাজার ২৪৭ টাকা।
স্বর্ণের দাম দফায় দফায় বৃদ্ধির ফলে বিক্রি অনেকখানি কমে গেছে বলে একাধিক স্বর্ণ ব্যবসায়ীর অভিমত। একই সঙ্গে তাদের লাভের পরিমাণ কমে গেছে। শুধু বাংলাদেশে নয়, বিশে^র অনেক দেশেই স্বর্ণের বাজার খুব ভালো অবস্থায় নেই।
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠন।
![বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে কমবে কি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)