ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২৩:৪৩ এএম

বিশ্বব্যাপী জীবনরক্ষাকারী ওষুধ সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৯ এএম

বিশ্বব্যাপী জীবনরক্ষাকারী ওষুধ সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গরীব দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং সদ্যোজাত শিশুদের জন্য জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) দীর্ঘ সময় ধরে এসব সহায়তা প্রদান করছিল, তবে গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী এসব সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

 

 

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে ইউএসএইডের কন্ট্রাক্টর এবং সহযোগীদের এই নির্দেশনা পৌঁছানো শুরু হয়েছে। তাদেরকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের অংশ হিসেবে এই সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত থাকবে, এবং সহায়তা পুনরায় শুরু হতে পারে শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের পর্যবেক্ষণ সম্পন্ন হলে।

 

 

বিশ্বব্যাপী এই সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান চেমোনিকস, যেটি ইউএসএইডের হয়ে এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং অন্যান্য প্রাণঘাতী রোগের চিকিৎসা সামগ্রী পাঠাত, তাদেরও এসব ওষুধ পাঠানো বন্ধ করতে বলা হয়েছে। সাবেক ইউএসএইড কর্মকর্তা অতুল গাওয়ান্দে এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন, বলছেন, "এটি এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখত, কিন্তু এখন এটি বন্ধ হয়ে গেলো।"

 

 

গাওয়ান্দে সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এবং রোগীরা আরও অসুস্থ হয়ে পড়তে পারেন। সাবেক এই কর্মকর্তা আরও জানান, স্টকে থাকা জীবনরক্ষাকারী ওষুধও সহায়তা পাওয়া দেশগুলোর কাছে পাঠানো সম্ভব হবে না।

 

 

এখন বিশ্বজুড়ে এই স্বাস্থ্য সহায়তার পরিণতি কী হবে, সে বিষয়ে উদ্বেগ বাড়ছে, এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, এই সিদ্ধান্তের কারণে গরীব দেশগুলোতে স্বাস্থ্য সংকট আরও তীব্র হতে পারে।

বিশ্বব্যাপী জীবনরক্ষাকারী ওষুধ সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র