ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৪ এএম
অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমলেও সরবরাহ বাড়ছে: আইইএ প্রতিবেদন
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৪ এএম
![বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমলেও সরবরাহ বাড়ছে: আইইএ প্রতিবেদন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/17/20241117090339_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা আগামী বছরগুলোতে উল্লেখযোগ্য হ্রাস পেতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উত্তোলন কমালেও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ উত্তোলন বৃদ্ধি করবে। ফলে বিশ্ববাজার অতিরিক্ত সরবরাহের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
আইইএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চাহিদার তুলনায় দৈনিক গড়ে ১০ লাখ ব্যারেলের বেশি অতিরিক্ত সরবরাহ হতে পারে। এর মূল কারণ চীনের জ্বালানি তেলের চাহিদা হ্রাস। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ চীনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির চাহিদা বেড়েছে, যা জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
চলতি বছরের জন্য আইইএ জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ৯ লাখ ২০ হাজার ব্যারেল হওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে ২০২৪ সালে এই চাহিদা প্রায় অপরিবর্তিত থেকে দৈনিক ৯ লাখ ৯০ হাজার ব্যারেল হতে পারে বলে ওপেক প্লাস পূর্বাভাস দিয়েছে।
আইইএ আরও জানায়, ওপেক প্লাস-বহির্ভূত দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, গায়ানা এবং আর্জেন্টিনায় উত্তোলন বৃদ্ধি পাবে। এতে দৈনিক গড়ে ১৫ লাখ ব্যারেল তেল উত্তোলন বাড়তে পারে।
অপরিশোধিত তেলের দামও বর্তমানে নিম্নমুখী। শুক্রবার আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড তেলের দাম ২.০৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭১.০৪ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ২.৪৫ শতাংশ কমে ৬৭.০২ ডলারে স্থির হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের নিম্নমুখী চাহিদা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা না থাকায় জ্বালানি তেলের বাজার চাপের মধ্যে রয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের অতিরিক্ত সরবরাহ ওপেক প্লাসের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
![বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমলেও সরবরাহ বাড়ছে: আইইএ প্রতিবেদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)